IQNA

এরদোয়ান ;

ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রীর বিচার হওয়া উচিত

21:58 - September 25, 2024
সংবাদ: 3476081
ইকনা- জাতিসংঘ সদর দফতরে এক বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন, নেতানিয়াহুকে শাস্তি দেওয়া উচিত কারণ ইহুদিবাদী শাসক গাজাকে বিশ্বের বৃহত্তম কবরস্থানে পরিণত করেছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে তার ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট গাজা উপত্যকায় ইহুদিবাদী শাসকগোষ্ঠীর অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করে বলেন: দখলদার শাসক এই গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান মঙ্গলবার তার বক্তব্যের শুরুতে বলেছেন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি এমন সব দেশকে আমি তা করতে বলি।
তিনি বলেন: গাজা উপত্যকায় 41,000 মানুষ মারা গেছে, যার মধ্যে বিপুল সংখ্যক শিশু ও নারী রয়েছে এবং ইসরাইলের হামলার কারণে গাজা বিশ্বের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন: ইসলামি প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়।

জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রজব তাইয়্যেব এরদোয়ান ইরানকে এমন একটি দেশ হিসেবেই উল্লেখ করেছেন।

পশ্চিম এশিয়া অঞ্চলের সংকটের কথা তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা উপত্যকায় ইসরাইলি অপরাধের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন: অবৈধ  দখলদার ইহুদিবাদী ইসরাইল এই উপত্যকাটিকে কবরস্থানে পরিণত করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন: যেসব দেশ ইসরাইলকে সমর্থন ও সহযোগিতা করছে তারাও অবৈধ ইহুদিবাদীদের অপরাধের অংশিদার। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন: কয়েক দশক আগে হিটলারকে যেভাবে বিশ্ব ঐক্যের ভিত্তিতে বন্ধ করা হয়েছিল, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকেও থামানো।

এরদোগান লেবাননের বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে আরও বলেন: "ইসরায়েলকে অবশ্যই তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে এবং সকল ধ্বংসাত্মক অভিযানের ক্ষতিপূরণ দিতে হবে।

captcha