IQNA

ইসরাইলের দাবী আরও এক কমান্ডার নিহত; হিজবুল্লাহর অস্বীকার

21:31 - September 30, 2024
সংবাদ: 3476105
ইকনা- লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতি জারি করে তাদের একজন সিনিয়র কমান্ডারকে হত্যার বিষয়ে প্রকাশিত খবর অস্বীকার করেছে।

লেবাননের হিজবুল্লাহ ইহুদিবাদী শাসকদের হামলায় তাদের একজন কমান্ডারকে হত্যার কথা অস্বীকার করেছে।
এক বিবৃতিতে, লেবাননের হিজবুল্লাহর তথ্য অফিস ঘোষণা করেছে যে মুজাহিদের ভাই হাজ আবু আলী রেজাকে তারা হত্যা করেছে। তবে তিনি সম্পূর্ণরুপে নিরাপদে এবং সুস্থ আছেন।

captcha