IQNA

আয়াতুল্লাহ সিস্তানির প্রতি জায়নবাদীদের অপমান মুসলিম অনুভূতির অপমান

16:57 - October 11, 2024
সংবাদ: 3476167
ইকনা- মার্কিন প্রতিনিধি পরিষদে সশস্ত্র বাহিনী কমিটির সদস্যদের সাথে এক বৈঠকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী ঘোষণা করেছেন: ইহুদিবাদী মিডিয়া ইরাকের গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানিকে যে অপমান করছে তা সকল মুসলিম অনুভূতির অপমান, এবং ইহুদিবাদী শাসক এই কর্মকাণ্ডের মাধ্যমে তার সীমা অতিক্রম করেছে।

ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র বাহিনী কমিটির সদস্য সেথ মলটেন এবং বাগদাদে দেশটির রাষ্ট্রদূত এলিনা রোমানস্কিকে স্বাগত জানান।
 
ইহুদিবাদী ইসরাইল ইরাকের শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সিস্তানিকে হত্যা করার পরিকল্পনা করেছে বলে যে খবর বেরিয়েছে এবার সরাসরি তার তীব্র নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি।
 
তিনি বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত অ্যালিনা রোমানোওয়াস্কি ও কংগ্রেস সদস্য সেথ মূলটনের সঙ্গে এক বৈঠকে ওই প্রতিবাদ জানিয়েছেন। সুদানি বলেন, একজন ধর্মীয় নেতার অসম্মান গোটা মুসলিম উম্মাহর অনুভূতিকে আহত করেছে।
 
ইরাকের প্রধানমন্ত্রীর তথ্য অফিসের বিবৃতি অনুসারে, আল-সুদানী এই বৈঠকে জোর দিয়েছিলেন: বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা এবং গাজা ও লেবাননের অবকাঠামো ধ্বংস করার পাশাপাশি, ইহুদিবাদী শাসক আইনী প্রতীক এবং পরিসংখ্যানকে অপমান করে। বিশেষ করে সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড আয়াতুল্লাহ সিস্তানির প্রতি ইহুদিবাদী মিডিয়ার অপমান, যা সারা বিশ্বের মুসলমানদের অনুভূতির অপমান, তার সীমা ছাড়িয়ে গেছে।
 
তিনি অবিরাম আগ্রাসন বন্ধ করার জন্য গাজা ও লেবাননে প্রধান দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার প্রবেশ করা অপরিহার্য বলে মনে করেন।
 
ইরাকের প্রধানমন্ত্রী বলেন যে ইহুদিবাদী শাসকদের অবশ্যই পরিকল্পিত হত্যা ও ধ্বংস বন্ধ করতে হবে এবং এই অঞ্চল ও বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে এমন যুদ্ধের অবসানের জন্য পদক্ষেপের ওপর জোর দিয়েছেন।
 
সম্প্রতি ইসরাইলের ১৪ নম্বর টিভি চ্যানেল দখলদার সেনাদের সম্ভাব্য হত্যা তালিকা প্রকাশ করেছে যাতে আয়াতুল্লাহ সিস্তানির ছবি রয়েছে।
 
এর আগে ইরাক সরকারের মুখপাত্র বাসিম আল-আওয়াদি ক্ষোভ ও নিন্দা জানিয়ে বলেছিলেন, ইহুদিবাদী ইসরাইলের এই ধরনের অপমানজনক পদক্ষেপের কঠোর নিন্দা এবং প্রতিবাদ করছে বাগদাদ সরকার।
 
বৃহস্পতিবার বাগদাদে মার্কিন রাষ্ট্রদূত ও কংগ্রেসম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর সুদানির দপ্তর এক এক্স বার্তায় জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী সুদানি  কঠোর ভাষায় বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ধর্মীয় ব্যক্তিত্বদের অসম্মান করে তার সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
 
ইরাকি প্রধানমন্ত্রী গাজা উপত্যকা ও লেবাননের বেসামরিক স্থাপনায় বর্বর ইসরাইলি হামলারও নিন্দা জানান। তিনি বলেন, এসব হামলা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকিগ্রস্ত করেছে। 4241687#
captcha