
পবিত্র রমজান মাসের ২০তম দিনের দোয়ার আরবি, বাংলা উচ্চারণ ও অর্থ:
اَللّـهُمَّ افْتَحْ لی فیهِ اَبْوابَ الْجِنانِ، وَاَغْلِقْ عَنّی فیهِ اَبْوابَ النّیرانِ، وَوَفِّقْنی فیهِ لِتِلاوَةِ الْقُرْآنِ، یا مُنْزِلَ السَّکینَةِ فى قُلُوبِ الْمُؤْمِنینَ .
উচ্চারণঃ “আল্লাহুম্মাফ্ তাহ্ লি ফি-হি আব্-ওয়াবাল জিনান, ওয়াগ্বলিক্ব আ’ন্-নী ফি-হি আব্-ওয়াবান্ নি-রান, ওয়া ওয়াফ্-ফিক্বনী ফি-হি লিতিলা-ওয়াতিল্ ক্বুরআন, ইয়া মুন্-যিলাস্ সাকি-নাতি ফি ক্বুলুবিল মুমিনিন।”
অর্থ : হে আল্লাহ ! এ দিনে আমার জন্যে বেহেশতের দরজাগুলো খুলে দাও এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও। আমাকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান কর। হে ঈমানদারদের অন্তরে প্রশান্তি দানকারী।
আল্লাহ তাআলা রমজান মাসের রোজা পালন, ইবাদাত-বন্দেগি ও দোয়া ইসতেগফারের মাধ্যমে মুসলিম উম্মাহকে ক্ষমা করে তাঁর আনুগত্যশীল বান্দাদের মধ্যে শামিল হওয়ার তাওফিক দান করুন।