
পারস্য উপসাগরীয় দেশসহ বেশ কয়েকটি দেশ আগামীকালকে ঈদুল ফিতর ঘোষণা করেছে।
তামির অঞলের চাঁদ দেখার সেন্টার থেকে শাওয়ালের চাঁদ দেখার পর সৌদি আরব রোববার ঈদুল ফিতরের প্রথম দিন ঘোষণা করেছে।
কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েতও অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং এই দিনটিকে ঈদুল ফিতর হিসেবে চিহ্নিত করেছে।
লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনও রবিবারকে ঈদুল ফিতরের দিন হিসেবে ঘোষণা করেছে; ফিলিস্তিনে কুদসের মুফতি এবং ফিলিস্তিনি ভূখণ্ড এ খবর নিশ্চিত করেছেন।
রাশিয়ায়, মস্কো গ্র্যান্ড মসজিদ, এই দেশের মুসলিম বিষয়ক বিভাগের তত্ত্বাবধানে, রবিবারকে ঈদুল ফিতর হিসাবে ঘোষণা করেছে।
জ্যোতির্বিজ্ঞানের গণনা এবং শাওয়ালের চাঁদ দেখার নিশ্চিতকরণের ভিত্তিতে তুর্কিও ৩০শে মার্চ রবিবারকে ঈদ আল-ফিতরের দিন হিসাবে ঘোষণা করেছে।
এসব দেশের ঘোষণায় এসব এলাকার মুসলমানরা পবিত্র রমজান মাস শেষে ঈদের নামাজ ও উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।
ইরান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ওমান, ইরাক, ভারত, সিরিয়া ও বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ রোববারকে রমজানের শেষ দিন এবং সোমবারকে ঈদ হিসেবে ঘোষণা করেছে। 4274244#