IQNA

ইসরাইলে আবার আগুন, এবার জ্বলছে দখলকৃত আশদোদ শহর

22:19 - May 13, 2025
সংবাদ: 3477357
ইকনা- ইহুদিবাদী ইসরাইলের দখলকৃত আশদোদ-এর আশপাশের একটি বনাঞ্চলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো
ইসরাইলি নিউজ সাইট "০৪০৪" জানিয়েছে, ভয়াবহ আগুন নেভাতে কমপক্ষে ১০টি দমকল বাহিনী এবং ৪টি অগ্নিনির্বাপক বিমান কাজ করছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আশেপাশের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। "কফার আফিক" এলাকার বাড়িগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা  এখনো নিশ্চিত হওয়া যায়নি।
 
আশদোদ ভূমধ্যসাগর তীরবর্তী একটি বন্দরনগরী, যা ১৯৪৮ সালে ফিলিস্তিনি ভূমি দখলের পর ইসরাইলের নিয়ন্ত্রণে আসে। এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়শই ঘটে থাকে।
 
সম্প্রতি, দখলকৃত ফিলিস্তিনে বিশেষ করে জেরুজালেম ও তাবারিয়া এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ৩০ এপ্রিল, ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরের ১০০-রও বেশি স্থানে একযোগে দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ইসরাইলি সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাহায্য চায়, জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে।পার্সটুডে
ট্যাগ্সসমূহ: ইসরাইল ، আগুন ، বাহিনী
captcha