এই অনুষ্ঠানে শোকার্ত ভক্তরা ইমাম হুসাইন (আ.) ও তাঁর সঙ্গীদের শাহাদাতের বিস্তারিত বিবরণ শ্রবণ করেন এবং গভীর শোক ও আবেগে ভেসে যান।
এদিকে, ইমাম হুসাইন (আ.) ও হাজরত আব্বাস (আ.)-এর পবিত্র মাজারসমূহে পৌঁছানোর সকল রাস্তাসমূহ ও কারবালার পুরনো শহরের প্রবেশপথগুলো ভক্ত ও যিয়ারতকারীদের ঢলে পূর্ণ ছিল, যারা ইরাকের বিভিন্ন অঞ্চল এবং বিশ্বের নানা প্রান্ত থেকে আশুরার দিবস পালনের উদ্দেশ্যে এই পবিত্র নগরীতে সমবেত হয়েছেন।
এছাড়াও, হুসাইন ও আব্বাস (আ.)-এর পবিত্র আশরাফ বা প্রশাসনসমূহ সর্বোচ্চ চেষ্টা ও প্রস্তুতি নিয়ে যিয়ারতকারীদের সেবা ও রাস্তায় স্থাপিত হুসাইনী মুকিবগুলোর সার্বিক সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। 4292848#