IQNA

সিরিয়ার ভূখণ্ডে ইসরায়েলী আগ্রাসনের নিন্দা জানালো ইসলামি সহযোগিতা সংস্থা

19:29 - July 19, 2025
সংবাদ: 3477729
ইকনা- ইসলামি সহযোগিতা সংস্থা (OIC) ইসরায়েলি দখলদার বাহিনীর সিরিয়ার ভূখণ্ডে বারবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে এবং একে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

OIC এক বিবৃতিতে সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে ইসরায়েলের প্রকাশ্য হস্তক্ষেপ এবং ধারাবাহিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।

সংস্থা সিরিয়ার রাষ্ট্রীয় একতা, স্বাধীনতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশটির জনগণের প্রতি সম্পূর্ণ সংহতি ও সমর্থন পুনর্ব্যক্ত করে।

OIC আন্তর্জাতিক সমাজ, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইসরায়েলের বারবারের আক্রমণ বন্ধে পদক্ষেপ নেয়, যেগুলো শুধু সিরিয়াকে নয় বরং পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

একইসঙ্গে, ২১টিরও বেশি ইসলামি সংস্থা একটি যৌথ বিবৃতিতে ইসরায়েলের সর্বশেষ আগ্রাসনের নিন্দা জানিয়েছে। তারা সিরিয়ার সব রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় গোষ্ঠীগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা বিদেশি হুমকিবিশেষত ইসরায়েলি দখলদারিত্বএর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার সামাজিক কাঠামোকে দুর্বল করার প্রচেষ্টা ও বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনার বিস্তার দেশটির জন্য বড় হুমকি। তাই জাতীয় ঐক্য ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।

OIC ও অন্যান্য ইসলামি সংস্থাগুলোর বক্তব্য ইঙ্গিত দেয়, ইসরায়েলের এই আগ্রাসন শুধু একটি রাষ্ট্রের বিরুদ্ধে হামলা নয়, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির হুমকি। 4295058#

 

captcha