IQNA

মিসরে আর্জেন্টিনার বৃদ্ধের ইসলাম গ্রহণ

10:22 - September 03, 2025
সংবাদ: 3477996
ইকনা- আর্জেন্টিনার ৬৫ বছর বয়সী এক নাগরিক মিসরের গার্দাকা শহরের মিনা মসজিদে ইসলাম গ্রহণ করে নিজের নাম রেখেছেন “মুহাম্মদ”।
ইকনা নিউজ এজেন্সি আত-তারীক সূত্রে জানায়, আর্জেন্টিনার ওই বৃদ্ধ শুক্রবার জামাতে নামাজ আদায়রত মুসল্লিদের সামনে শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণের ঘোষণা দেন।
 
“আলবার্ট” নামের ওই ব্যক্তি তার জীবনধারাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নতুন অধ্যায় শুরু করেন এবং নাম রাখেন “মুহাম্মদ”। এ পদক্ষেপটি তার জন্মদিনের সঙ্গেও মিলে যায়, যা তার জন্য এক নতুন জন্মের প্রতীক হয়ে দাঁড়ায়—এক ভিন্ন আত্মা ও একান্ত ঈমানদার বিশ্বাসের সাথে।
 
তিনি শাহাদাত পাঠ করতেই গার্দাকা মসজিদ “আল্লাহু আকবার” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুসল্লিরা ভ্রাতৃত্ব ও মানবতার প্রতিচ্ছবি রূপে তাকে অভিনন্দন জানান এবং মুহাম্মদের সাফল্য ও স্থিরতার জন্য দোয়া করেন।
 
শেখ হুসাম মাহমুদ, ওই মসজিদের ইমাম ও খতিব, এ ঘটনাকে এক নতুন জন্ম হিসেবে আখ্যা দেন এবং বলেন যে, তিনি দৃঢ় বিশ্বাস ও স্বেচ্ছায় ইসলামকে বেছে নিয়েছেন।
 
এই ঘটনা একটি সরল উৎসবে রূপ নেয়, যা গার্দাকার জনগণের সহনশীলতা ও সৌহার্দ্যের প্রতিফলন ঘটায়। গার্দাকার মানুষ আলবার্টের ইসলাম গ্রহণকে আন্তরিকভাবে স্বাগত জানান, যা প্রমাণ করে যে ইসলাম একটি সার্বজনীন ধর্ম এবং এটি সব জাতি ও সম্প্রদায়ের হৃদয়কে একত্রিত করার ক্ষমতা রাখে।

 

captcha