IQNA

যুক্তরাষ্ট্রে কোরআন অবমাননার ঘটনায় ইয়েমেনের আলেম সমিতির প্রতিক্রিয়া

12:42 - August 30, 2025
সংবাদ: 3477976
ইয়েমেনের আলেম সমিতি ২৮শে আগস্ট এক বিবৃতি জারি করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান দলের এক প্রার্থীর কোরআন পোড়ানোর নিকৃষ্ট অপরাধকে তীব্র নিন্দা জানিয়েছে।

ইকনা প্রতিবেদনে, ২৬sep.net নামের সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, ইয়েমেন আলেম সমিতি তাদের বিবৃতিতে কোরআন পোড়ানোর ঘটনাকে মুসলমানদের পবিত্রতম পবিত্রতার প্রতি প্রকাশ্য আক্রমণ এবং ইসলামের প্রতি বৈরিতাপূর্ণ মনোভাবের সুস্পষ্ট প্রতিফলন হিসেবে আখ্যা দিয়েছে, যা মার্কিন সরকারের নীতির ওপর আধিপত্য বিস্তার করে আছে।

বিবৃতিতে আরও বলা হয়, কোরআন পোড়ানোর মতো অপরাধকে ওয়াশিংটন ও ইসরায়েলি শাসন কর্তৃপক্ষের ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং অন্যান্য অঞ্চলে মুসলিম উম্মাহর বিরুদ্ধে চালানো ধারাবাহিক লঙ্ঘন থেকে আলাদা করে দেখা যায় না।

ইয়েমেন আলেম সমিতি তাদের বিবৃতিতে কিছু আরব ও ইসলামি দেশের সন্দেহজনক নীরবতাকে নিন্দা জানিয়ে বলেছে, এই নীরবতা প্রমাণ করে যে বহু সরকার, শাসক, আলেম এবং সমাজের বৃহৎ অংশ গভীর অধঃপতন ও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেযারা নিজেদের আনুগত্য শত্রুর কাছে বিক্রি করে দিয়েছে এবং কোরআন ও এর অনুসারীদের পরিত্যাগ করেছে।

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, এই বিপজ্জনক ঐতিহাসিক মুহূর্তে মুসলমানদের কর্তব্য হচ্ছে সামগ্রিক পদক্ষেপ নেওয়া। এজন্য তারা সমগ্র মুসলিম জনসাধারণকে আহ্বান জানায়, যেন তারা অপরাধের মাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রোষ ও প্রত্যাখ্যানমূলক অবস্থান গ্রহণ করে এবং মার্কিন শত্রু ও ইসরায়েলি শাসন এবং তাদের মদদপুষ্ট দালাল ও অনুসারী শাসনগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়।

বিবৃতির শেষাংশে ইয়েমেন আলেম সমিতি সতর্ক করে দিয়ে বলেছে, ইসলামের পবিত্রতার বিরুদ্ধে ধারাবাহিক অবমাননার ঘটনায় নীরবতা অব্যাহত থাকলে শত্রুরা তাদের আগ্রাসন আরও বাড়াতে উৎসাহিত হবে। তাই এবার প্রতিক্রিয়া শুধু ফাঁকা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তব পদক্ষেপে পরিণত হতে হবে। তারা উল্লেখ করেছে যে, বর্তমানে ইসলামী মর্যাদা গুরুতর হুমকির মুখে এবং কোরআনের প্রকৃত সহায়তা শুরু হয় তাদের মোকাবিলা করার মধ্য দিয়ে, যারা কথায়, কাজে বা পরিকল্পনায় কোরআনের প্রতি শত্রুতা প্রকাশ করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে টেক্সাস অঙ্গরাজ্য থেকে রিপাবলিকান দলের প্রার্থী ভ্যালেনটিনা গোমেজ গত মঙ্গলবার ২৬শে আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি ভিডিও প্রকাশ করে কোরআন অবমাননা করেন। ডানপন্থি উগ্রবাদী গোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্য তিনি মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন আগুনে পুড়িয়ে দেন। কোরআন পোড়ানোর সময় তিনি প্রতিশ্রুতি দেন, কংগ্রেস নির্বাচনে জয়ী হলে টেক্সাস থেকে ইসলামের উপস্থিতি সমূলে উচ্ছেদ করবেন। 4302231#

 

captcha