IQNA

গাজায় শুহাদায়ে আল-আকসা হাসপাতাল চৌদ্দতমবারের মতো বোমাবর্ষণের শিকার

12:10 - September 01, 2025
সংবাদ: 3477990
ইকনা- গাজার দেইর আল-বালাহ শহরের শুহাদায়ে আল-আকসা হাসপাতাল চৌদ্দতমবারের মতো দখলদার ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হয়েছে এবং হাসপাতালের বহির্বিভাগ ভবন বোমাবর্ষণের শিকার হয়েছে।

ইকনা নিউজের প্রতিবেদন অনুযায়ী, আল-জাজিরার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী আবারও দেইর আল-বালাহ শহরের শুহাদায়ে আল-আকসা হাসপাতালকে লক্ষ্য করে বহির্বিভাগ ভবন বোমাবর্ষণ করেছে, যার ফলে কয়েকজন রোগী শহীদ ও আহত হয়েছেন।

গাজায় ফিলিস্তিনি সরকারের তথ্য দপ্তর এই অঞ্চলের হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর হামলার নিন্দা জানিয়ে ঘোষণা করেছে যে, দখলদার সেনারা আবারও দেইর আল-বালাহ শহরের শুহাদায়ে আল-আকসা হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে এবং এটি টানা চৌদ্দতম হামলা।

ফিলিস্তিনি এ সংস্থার তথ্যমতে, ইসরায়েলি যুদ্ধবিমান হাসপাতালের প্রাঙ্গণে শরণার্থীদের আশ্রয়ের জন্য স্থাপিত একটি তাঁবু বোমাবর্ষণ করেছে, যার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছেন এবং রোগীদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

এছাড়াও হাসপাতাল সূত্র জানিয়েছে, হাসপাতালের বহির্বিভাগ ভবন ও তার আশপাশে দখলদার সেনাদের বিমান হামলা হয়েছে, যাতে কয়েকজন রোগী ও তাদের স্বজনরা আহত হয়েছেন।

গাজার ফিলিস্তিনি সরকারের তথ্য দপ্তর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, ইসরায়েলি বাহিনীর চিকিৎসা কেন্দ্রগুলোতে বারবার হামলা চালানো আন্তর্জাতিক ও মানবিক সব আইন ও চুক্তির প্রকাশ্য লঙ্ঘন এবং এটি প্রমাণ করে যে দখলদার ইসরায়েলি শাসন স্বাস্থ্য ও চিকিৎসা অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করছে, যা গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার নীতির অংশ।

আল-জাজিরা তাদের প্রতিবেদনের পরবর্তী অংশে উল্লেখ করেছে যে, দখলদার ইসরায়েলি বাহিনী গাজার শেখ রিজওয়ান অঞ্চলের পূর্বাংশে বসতবাড়িগুলোতে বোমাবর্ষণ করেছে। গাজার জরুরি বিভাগ ও প্রি-হাসপাতাল সেবার এক সূত্র জানিয়েছে, গাজার নাফাক এলাকা ও শাতি শরণার্থী শিবিরে দুটি আবাসিক বাড়িতে বোমাবর্ষণের ফলে ৮ জন শহীদ হয়েছেন।

এছাড়া এই সংবাদমাধ্যম উত্তর গাজার আল-আউদা হাসপাতালের এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক বাড়িতে বোমাবর্ষণের ফলে ৩ জন শহীদ ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

কুদস নিউজ নেটওয়ার্কও জানিয়েছে, গাজার পশ্চিমাংশে শাতি শরণার্থী শিবিরে আল-মুজাদালা মসজিদের আশপাশে দখলদার ইসরায়েলি সেনাদের বিমান হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। 4302770#

 

captcha