IQNA

সফর মাসে হারামাইন শরীফাইনে ৫২ মিলিয়নেরও বেশি যিয়ারতকারীর উপস্থিতি

0:34 - September 01, 2025
সংবাদ: 3477987
ইকনা- মসজিদুল হারাম ও মসজিদে নববীর (সা.) বিষয়ক সাধারণ প্রশাসন ঘোষণা করেছে যে, সফর মাসে সফরে ৫২,৮২৩,৯৬২ জন যিয়ারতকারী ও নামাজ আদায়কারী হারামাইন শরীফাইন পরিদর্শন করেছেন।

ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে জানানো হয় যে, এই প্রশাসন ঘোষণা করেছে— মাসে সফরের পুরো সময়ে মসজিদুল হারামে নামাজ আদায়কারীর সংখ্যা ছিল ২১,৪২১,১১৮ জন। এর মধ্যে ৫১,১০৪ জন হাজরে ইসমাইল (হাতিম)-এ নামাজ পড়েছেন। একই সময়ে ওমরাহ আদায়কারীর সংখ্যা ছিল ৭,৫৩৭,০০২ জন।

এছাড়া, এই প্রশাসন বলেছে যে মাসে সফরে মসজিদে নববীতে নামাজ আদায়কারীর সংখ্যা ছিল ২০,৬২১,৭৪৫ জন। এর মধ্যে ১,১৮৮,৩৮৬ জন রওজায়ে শরীফায় নামাজ পড়েছেন এবং ২,০০৪,৬০৮ জন রাসূলুল্লাহ (সা.)-এর রওজা যিয়ারত করেছেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাধারণ প্রশাসন জানিয়েছে, যিয়ারতকারী ও নামাজ আদায়কারীর সংখ্যা সঠিকভাবে গণনার জন্য তারা হারামাইন শরীফাইনের প্রধান প্রবেশপথগুলোতে স্মার্ট সেন্সরভিত্তিক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে, যাতে কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, জনস্রোতের প্রবাহ পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থাপনায় সহায়তা করা যায়। 4302600#

captcha