একজন ফিলিস্তিনি সাংবাদিক এক বার্তায় গাজা উপত্যকার ক্ষুধার ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে আমরা সকলেই মারা যাচ্ছি।
ইহুদিবাদী সরকারের তীব্র অবরোধ এবং অবিরাম আক্রমণের মুখে গাজার মানুষ এক মানবিক বিপর্যয়ের কবলে পতিত হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূমিতে ব্যাপক দুর্ভিক্ষ, ব্যাপক ক্ষুধা এবং সীমাহীন যন্ত্রণা এই তিক্ত বাস্তবতার অংশ মাত্র। ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক নাহিদ হাজ্জাজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় লিখেছেন, আমরা সাংবাদিকরা আর সংবাদ প্রকাশ না করলে অবাক হবেন না। বিশ্বাস করুন, আজ আমি চরম ক্ষুধা থেকে উঠতে পারিনি। খাবার নেই। কারও কাছে টাকা থাকলেও বাজারে কেনার জন্য এখনও কিছুই নেই। আমরা সবাই অনাহারে আছি। আমরা সবাই মারা যাচ্ছি।
এদিকে, আল জাজিরার সংবাদদাতা আনাস জামাল আল-শরিফ তার ইনস্টাগ্রাম পেজে গাজার দুর্ভিক্ষ এবং ক্ষুধার ছবি শেয়ার করেছেন যা আজকের নিবন্ধে প্রকাশিত হয়েছে
পার্সটুডে