IQNA

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি ইয়েমেনের বার্তা

14:22 - July 22, 2025
সংবাদ: 3477747
ইকনা- ইয়েমেনি যোদ্ধারা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদার সাম্প্রতিক বক্তব্যের জবাবে এক বিবৃতি প্রকাশ করেছে।

মাসিরাহ সূত্রে একনাদে, ইয়েমেনি যোদ্ধারা আজ এক বিবৃতিতে আবু উবাইদার প্রতি সম্বোধন করে বলেছে:
"আপনার বক্তব্য আমরা শুনেছি, আপনার বার্তা আমরা পড়েছি। আপনার প্রশংসামূলক কথাগুলো আমাদেরকে লজ্জিত করেছে। এই কথাগুলো বরং আপনাদের ও আপনার সাথীদের, অর্থাৎ ফিলিস্তিনের মুজাহিদ ও অটল যোদ্ধাদের জন্যই উপযুক্ত।"

তারা আরও বলেছে:
"ইয়েমেনি জনগণের অবস্থান আপনাদের প্রতি একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এবং তাঁর আদেশ পালনের জন্য, কোনো লাভ-ক্ষতির হিসাব ছাড়াই। আমাদের অবস্থান হলো সেই সঠিক ও অপরিহার্য অবস্থান, যা আমাদের বিবেক ও ধর্ম আমাদেরকে এই যুগের নিকৃষ্টতম অপরাধী ও জাতির শত্রুদের বিরুদ্ধে নিতে বাধ্য করে।"

ইয়েমেনি যোদ্ধারা কাসাম যোদ্ধাদের প্রশংসা করে বলেন:
"হে বিপ্লবী সাহসীরা, যারা নিজেদের হৃদয় জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, আপনারা আপনাদের প্রাণকে আলোকিত মশালের মতো বহন করছেন, যা প্রতিটি মুক্ত ও মর্যাদাপূর্ণ হৃদয়ে প্রতিশোধ ও বিদ্রোহের আগুন জ্বালিয়ে দিচ্ছে। এই আগুন অন্যায়কারী ও দমনকারীদের মুখে জাহান্নামের অগ্নিশিখা প্রজ্জ্বলিত করছে। আপনাদের প্রতি সালাম, যারা প্রতিটি দিক থেকে বিশ্বাসঘাতকতা ও প্রতারণার গুলির মুখোমুখি হয়েছেন এবং গর্বভরে আগুনের বোমার সম্মুখীন হয়েছেন।
আপনারা কোন ভয় ছাড়াই মৃত্যুকে চ্যালেঞ্জ করছেন, যতক্ষণ না আপনাদের চারপাশের অস্ত্র দ্রবীভূত হয়ে যায় এবং লোহা ছাইয়ের মতো হয়ে যায়। আল্লাহর সাহায্যে, আপনারা জিহাদের ময়দানে পাহাড়ের মতো অটল। আপনাদের ক্ষত আপনাদের সংগ্রামের সাক্ষী, আর আপনাদের শহীদরা আপনাদের আত্মত্যাগের প্রমাণ।"

তারা আরও বলেন:
"আল্লাহর কৃপায়, আপনাদের অভিযানসমূহ সমস্ত জাগতিক হিসাব-নিকাশ উল্টে দিয়েছে। আপনাদের অটলতা প্রমাণ করেছে, যেকোনো অবস্থায় প্রতিরোধ ও মোকাবিলা সম্ভব। আপনারা যে ধৈর্য ও বীরত্ব প্রদর্শন করেছেন, তা প্রজন্মের পর প্রজন্ম ধরে চিরস্থায়ী শিক্ষা হয়ে থাকবে এবং গোটা উম্মাহর সন্তানের জন্য এক অকাট্য প্রমাণ হয়ে থাকবে।
অতএব, যত বড়ই হোক না কেন চ্যালেঞ্জ ও হুমকি—শুধু ধৈর্য ধরুন। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, তিনিই সর্বোত্তম সাহায্যকারী ও অভিভাবক।
আপনারা আল্লাহর সাহায্যে, অটলতা ও প্রতিরোধের মাধ্যমে এবং ‘তুফান আল আকসা’ অভিযানে প্রথম গুলি চালানোর মধ্য দিয়ে ইহুদি-আরব-মার্কিন স্বাভাবিকীকরণ পরিকল্পনাকে চূর্ণ করে বিজয়ী হয়েছেন।" 4295586#

captcha