রাজধানী জাকার্তার প্রেসিডেন্ট প্যালেসে এক বক্তৃতায় সুবিয়ান্তো বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশের অধিকারকে সম্মান ও সুরক্ষিত করা উচিত।
কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, আইনের বাইরেও কর্মকাণ্ডের লক্ষণ রয়েছে, এমনকি আইনের বিরুদ্ধেও। এমনকি বিশ্বাসঘাতকতা ও সন্ত্রাসবাদের দিকে ঝুঁকে পড়ার লক্ষণ রয়েছে।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়া। দেশটির প্রধান শহরগুলোতে বিক্ষোভ চলছে বেশ কিছুদিন ধরে।
২৮ আগস্ট আইন প্রণেতাদের আর্থিক সুবিধার বিরুদ্ধে বিক্ষোভ চলার সময় পুলিশের গাড়ির ধাক্কায় মোটরসাইকেল ট্যাক্সিচালক আফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর পর এই বিক্ষোভ তীব্র রূপ পেয়েছে।
বিক্ষোভ সম্পর্কে যা জানা গেছে
২৯ আগস্ট মাকাসার শহরে একটি কাউন্সিল ভবনে বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেওয়ার পর অন্তত তিনজন নিহত হয়েছে। জাকার্তার পার্শ্ববর্তী শহর দক্ষিণ তাঙ্গেরাংয়ে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রাবতীর বাড়িতে রবিবার ভোরে লুটপাট চালানো হয় বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী।
এক প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, ‘লুটেরাদের প্রথম দলে দুই থেকে তিনজন করে মোটরসাইকেল আরোহী ছিল।
দ্বিতীয় দলে প্রায় ১৫০ জন ছিল। তারা একটি টেলিভিশন, সাউন্ড সিস্টেম, বসার ঘরের সাজসজ্জা, পোশাক, প্লেট, বাটি লুট করেছে।’
প্রাবোও সুবিয়ান্তো যা বলছেন
বিক্ষোভের দাবি কিছুটা মেনে নিয়ে আইন প্রণেতাদের কিছু ভাতা প্রত্যাহার করতে সম্মত হয়েছেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিতে প্রেসিডেন্ট ঘোষণা করেন, ‘পার্লামেন্টের নেতারা জানিয়েছেন, তারা পার্লামেন্টের বেশ কয়েকটি নীতি প্রত্যাহার করবেন, যার মধ্যে রয়েছে আইন প্রণেতাদের ভাতার পরিমাণ ও বিদেশ ভ্রমণে স্থগিতাদেশ।’
তবে তিনি বিক্ষোভকারীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন।
তিনি বলেন, ‘জনসাধারণের সম্পত্তি ধ্বংসের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।’ পুলিশ ও সেনাবাহিনীকে লুটেরাদের বিরুদ্ধে ‘কঠোরতম ব্যবস্থা’ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
৩০ আগস্ট সুবিয়ান্তো চীনে তার পূর্বপরিকল্পিত সফর বাতিল ঘোষণা করেন। জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর ‘বিজয় দিবস’ কুচকাওয়াজে যোগ দেওয়ার কথা ছিল তার।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ‘কয়েক দিনের জন্য’ তার লাইভ ফিচারটি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। ইন্দোনেশিয়ায় ১০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে এই সোশ্যাল মিডিয়া অ্যাপটির।