IQNA

ইমাম হাসান আসকারি (আ.)-এর শাহাদাত উপলক্ষে সামরার পথে যাত্রা শুরু করেছেন জিয়ারতকারীরা + ছবি

13:08 - August 30, 2025
সংবাদ: 3477978
ইকনা- ইমাম হাসান আসকারি (আ.)-এর শাহাদাতের বার্ষিকী উপলক্ষে বিপুল সংখ্যক জিয়ারতকারী পদব্রজে ইরাকের সালাহউদ্দিন প্রদেশের সামরা শহরে অবস্থিত ইমাম হাদি (আ.) ও ইমাম হাসান আসকারি (আ.)-এর পবিত্র রওজা অভিমুখে যাত্রা করছেন।

ইকনা প্রতিবেদনে, ইরাকের সরকারি সংবাদ সংস্থা (واع)-এর বরাতে বলা হয়েছে, গতকাল থেকে জিয়ারতকারীরা পদব্রজে সামরা শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছেন, যেখানে ইমাম হাদি (আ.) ও ইমাম হাসান আসকারি (আ.)-এর পবিত্র রওজা অবস্থিত।

প্রতিবেদনে আরও জানানো হয়, বিপুল সংখ্যক জিয়ারতকারী বর্তমানে পবিত্র রওজার দিকে অগ্রসর হচ্ছেন। জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে, মাওকিবের আয়োজকেরা (সেবামূলক ক্যাম্প) তাঁবু স্থাপন, খাবার ও পানীয় সরবরাহের মাধ্যমে জিয়ারতকারীদের সেবা দিয়ে যাচ্ছেন।

সালাহউদ্দিন প্রদেশের স্বাস্থ্য বিভাগও এ উপলক্ষে একটি স্বাস্থ্যসেবা পরিকল্পনা ঘোষণা করেছে। জানানো হয়েছে, জিয়ারতকারীদের সেবায় ৩০টি চিকিৎসা ইউনিট মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শিয়া মুসলমানদের একাদশতম ইমাম, ইমাম হাসান আসকারি (আ.) ২৬০ হিজরি সালের ৮ই রবিউল আউয়াল তারিখে শাহাদাত বরণ করেন। তিনি ইরাকের বর্তমান সামরা শহরে বসবাস করতেন এবং জীবনের বেশিরভাগ সময় আব্বাসীয় খলিফাদের কঠোর নজরদারির মধ্যে অতিবাহিত করেন। ইমাম হাসান আসকারি (আ.)-এর শাহাদাত শিয়া বিশ্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং তা শোক ও শোকাবহ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 4302306#

 
captcha