IQNA

ফিলিস্তিন মুসলিম বিশ্বের ঐক্যের একটি সুযোগ: পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির

12:37 - August 30, 2025
সংবাদ: 3477975
ইকনা-পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির ফিলিস্তিন পরিস্থিতিকে বিশ্বের মুসলিমদের ঐক্যের জন্য একটি সুযোগ বলে মনে করেন।
ইরনা'র বরাত দিয়ে পার্সটুডে আরও জানিয়েছে, পাকিস্তানের জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম-উর-রহমান, বিশ্ব মুসলিম সম্প্রদায়ের নৈকট্য ফোরামের মহাসচিব হুজাতুল ইসলাম হামিদ শাহরিয়ারির সাথে এক বৈঠকে, ফিলিস্তিনকে সমর্থন করার জন্য বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং এই ভূমির পরিস্থিতিকে ইসলামী বিশ্বের ঐক্যের জন্য একটি সুযোগ বলে মন্তব্য করেন।
 
নাঈম-উর-রহমান আরও বলেন: আগে যারা ঐক্য চান নি তারা বুঝতে পেরেছেন যে গাজা যুদ্ধের পর তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোন বিকল্প নেই।
 
তিনি ফিলিস্তিন বিষয়ে ইরানের নীতি এবং ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার বিরোধিতার প্রতি তার দলের পূর্ণ সমর্থন ঘোষণা করেন।
 
পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর তাঁর দেশে ধর্মীয় ঐক্যের গুরুত্ব এবং ধর্মের বিভাজন মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন। সেইসাথে মুসলিমদের মধ্যে ঐক্য জোরদার করার জন্য ইরানের সাথে সহযোগিতার ওপরও জোর দেন।
 
ইসলামিক মাজহাবগুলোর  নৈকট্য বিষয়ক বিশ্ব ফোরামের মহাসচিব হুজ্জাতুল ইসলাম শাহরিয়ারি ওই বৈঠকে আরও বলেন: ইসলামে নিরাপত্তা, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদার তিনটি সাধারণ নীতি বিবেচনা করে ইসলামী সম্প্রদায়গুলি মুসলিমদের ফিলিস্তিনি ইস্যুতে মনোযোগ দিতে বাধ্য করেছে। তিনি ফিলিস্তিনকে সমর্থন করার ক্ষেত্রে পাকিস্তানের জামায়াতে ইসলামীর অবস্থানেরও প্রশংসা করেন।#
 
পার্সটুডে
captcha