IQNA

'আমেরিকান স্বপ্ন' কি মারা গেছে?

15:10 - September 05, 2025
সংবাদ: 3478011
ইকনা -ইংল্যান্ডের প্রভাবশালী দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি জরিপের ফলাফল প্রকাশ করেছে। ঐ ফলাফলে দেখা গেছে ৮১ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, পূর্ববর্তী প্রজন্ম আরও সহজেই বাড়ি কিনতে পারত।

মাত্র ২৫ শতাংশ মানুষ মনে করেন যে আমেরিকায় তাদের জীবনযাত্রার মান উন্নত করার সুযোগ রয়েছে। ১৯৮৭ সালের পর পরিচালিত জরিপে এটি সর্বনিম্ন স্তর।

৭০ শতাংশ মার্কিন নাগরিক বলেছে, 'আমেরিকান স্বপ্ন' আর সত্য নয় বা কখনও সত্য ছিল না। (আপনি কে বা আপনি আমেরিকায় কোথা থেকে এসেছেন তা বিবেচ্য নয়, আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবে আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন)।  

জরিপের ফল ৭০ শতাংশ মার্কিন নাগরিকের প্রতিক্রিয়ার বিষয়টি পুরো বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রতিক্রিয়া।

ট্রাম্প সম্প্রতি বলেছেন, 'আমাদের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বৈশ্বিক মানদণ্ডে আমাদের মুদ্রাস্ফীতি ও বেকারত্বের হার বেশি নয়। তবে জরিপের ফল বলছে ভিন্ন কথা।

জরিপে মাত্র ১৭ শতাংশ মানুষ বলেছেন, মার্কিন অর্থনীতি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভালো। বিপরীতে, প্রায় ৪০ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, আমেরিকার চেয়েও ভালো অর্থনীতি পৃথিবীতে আছে। এই প্রতিক্রিয়া আমেরিকায় ব্যতিক্রমী মনোভাবের পতনের লক্ষণ।#

পার্সটুডে

captcha