IQNA

ইসরাইলি হামলার ঘটনায় গাজায় ২১ হাজার শিশু প্রতিবন্ধী

21:49 - September 04, 2025
সংবাদ: 3478007
ইকনা-জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজায় ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর যা প্রায় দুই বছরে গাজার কমপক্ষে ২১ হাজার শিশু প্রতিবন্ধী হয়ে পড়েছে।
জাতিসংঘের প্রতিবন্ধী অধিকার সংক্রান্ত কমিটি (CRPD) বুধবার ঘোষণা করেছে: গাজায় যুদ্ধের সময় প্রায় ৪০ হাজার ৫ শ' শিশু " যুদ্ধ-সম্পর্কিত নতুন আঘাতের" শিকার হয়েছে, যার অর্ধেকেরও বেশি স্থায়ী প্রতিবন্ধী হয়েছে।
 
এদিকে, "খাদ্য নিরাপত্তা পর্যায়ের সমন্বিত শ্রেণীবিন্যাস"-এর প্রতিবেদন অনুসারে, ২০২৬ সালের জুন নাগাদ গাজায় পাঁচ বছরের কম বয়সী কমপক্ষে ১ লাখ ৩২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে, যা ২০২৫ সালের মে মাসের পূর্বাভাসের দ্বিগুণ।
 
জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক কমিটি এক বিবৃতিতে, গাজা এবং পশ্চিম তীরে প্রতিবন্ধী ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক হতাহতের ঘটনা এবং সহিংসতার ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে "গভীর উদ্বেগ" প্রকাশ করেছে।
 
কমিটি বলেছে যে গাজা এবং পশ্চিম তীরে বিশেষায়িত পরিষেবা, চিকিৎসা সরঞ্জাম এবং সহায়ক ডিভাইসের অভাব প্রতিবন্ধী শিশু এবং বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
 
ওই প্রতিবেদনে দুর্ভিক্ষ, তীব্র অপুষ্টি এবং সুপেয় পানির অভাবের কারণে মৃত্যুর কথাও উল্লেখ করা হয়েছে।
 
জাতিসংঘের এই কমিটি আরও বলেছে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা এবং সরিয়ে নেওয়ার ব্যবস্থা "প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় ধারাবাহিকভাবে অকার্যকর হয়ে পড়েছে।"
 
৭ অক্টোবর, ২০২৩ থেকে, ইসরাইল গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে এক ভয়াবহ যুদ্ধ শুরু করেছে। ওই যুদ্ধের ফলে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং মারাত্মক দুর্ভিক্ষের পাশাপাশি হাজার হাজার ফিলিস্তিনি শহীদ এবং আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায় এবং নিরাপত্তা পরিষদের অবিলম্বে শত্রুতা বন্ধের আহ্বান জানানোর প্রস্তাব, সেইসাথে গণহত্যা প্রতিরোধ ও মানবিক পরিস্থিতির উন্নতির প্রয়োজনীয়তার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ উপেক্ষা করে ইসরাইল তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রেখেছে।#পার্সটুডে
captcha