IQNA

ইসরায়েলি দখলদার সরকারের সঙ্গে গুগলের ৪৫ মিলিয়ন ডলারের চুক্তি

10:06 - September 07, 2025
সংবাদ: 3478022
ইকনা- আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ইসরায়েলি দখলদার সরকারের প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে ৪৫ মিলিয়ন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার লক্ষ্য হলো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের নৃশংসতাকে ন্যায্যতা প্রদান করা।

আরবি২১এর বরাতে ওয়েবসাইট ড্রপ সাইট নিউজ জানায়, ছয় মাস মেয়াদি এই চুক্তির আওতায় গুগল ইসরায়েলি সরকারের প্রচারণা ও বর্ণনাকে বিশ্বব্যাপী প্রচার করবে এবং গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয়কে গুরুত্বহীন হিসেবে তুলে ধরবে।

ওয়েবসাইটটি গুগলকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রচারণা কৌশলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আখ্যায়িত করেছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, ইসরায়েলি সরকারের প্রচারণামূলক ঘোষণা ও বিজ্ঞাপন ইউটিউব এবং গুগলের ডিসপ্লে অ্যান্ড ভিডিও ৩৬০ প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।

তদন্তে আরও জানা যায়, ইসরায়েল এরই মধ্যে এক্স (X) প্ল্যাটফর্মে ৩ মিলিয়ন ডলার এবং নিজস্ব ইসরায়েলি অ্যাপ্লিকেশন আউটব্রেইনএর মাধ্যমে ২.১ বিলিয়ন ডলার ব্যয়ে প্রচারণা চালিয়েছে।

চুক্তির একটি বড় অংশ গাজা উপত্যকায় খাদ্যসঙ্কট ও দুর্ভিক্ষের বাস্তবতা অস্বীকার এবং সেটিকে আড়াল করার ওপর ভিত্তি করে গঠিত। 4303642#

 

captcha