IQNA

কাজাখস্তানে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা

16:27 - October 15, 2025
সংবাদ: 3478253
ইকনা- আজ বুধবার (১৫ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানার কেন্দ্রীয় মসজিদে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত ও হেফজ প্রতিযোগিতা। এ আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়।
আল-হাদাস ও ইকনা সূত্রে জানা যায়, এবারের প্রতিযোগিতায় ২১টি দেশের ২২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। তাঁরা পূর্ণ কুরআন হেফজ ও তেলাওয়াত বিভাগে আন্তর্জাতিক বিচারক মণ্ডলীর সামনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে—সৌদি আরব, কাজাখস্তান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ফিলিস্তিন, মরক্কো, আলজেরিয়া, জর্দান, তুরkiye, মালয়েশিয়া, পাকিস্তান, কিরগিজস্তান, আজারবাইজান, ইন্দোনেশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, রাশিয়া, চেচনিয়া ও তাতারস্তান।
ইরান থেকে প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আলী হোসেইনি, যিনি কোম প্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। তাঁকে পাঠানো হয়েছে ইরানের আওকাফ ও দাতব্য বিষয়ক সংস্থার কুরআন বিষয়ক কেন্দ্র এবং কারি প্রেরণ কমিটির সচিবালয়ের উদ্যোগে।
দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা বৃহস্পতিবার (২৪ মেহর) সমাপ্ত হবে। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার প্রদান ও সম্মাননা দেওয়া হবে।
এই আয়োজন ইউটিউব–এ সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিম্নলিখিত ঠিকানায়:
🔗 https://www.youtube.com/live/ssigiArbBvs
এ পর্যন্ত পাঁচজন প্রতিযোগী তেলাওয়াত সম্পন্ন করেছেন এবং অল্প সময়ের মধ্যেই ইরানের প্রতিনিধি তাঁর তেলাওয়াত পেশ করবেন।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কাজাখস্তানের গ্র্যান্ড মুফতি শেখ নুরিজবাই ওতপেনভ, বিভিন্ন দেশের মন্ত্রী, রাষ্ট্রদূত, আলেম, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মুসলিম বিশ্বের ভ্রাতৃত্ব, ঐক্য ও কুরআনপ্রেমের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। 4310921#
 
captcha