IQNA

৮০ বছরের দ্বারপ্রান্তে কোরআন মুখস্থ করলেন মিশরের এক নিরক্ষর নারী

0:15 - November 20, 2025
সংবাদ: 3478464
ইকনা- মিশরের ক্বেনা শহরের ৭৯ বছর বয়সী নারী ফাতিমা আতিয়্যতো নিরক্ষরতা জয় করে সম্পূর্ণ কোরআন হিফজ করতে সফল হয়েছেন। প্রায় ১৫ বছরের দীর্ঘ পরিশ্রমে তিনি এই অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।

সংবাদমাধ্যম সদা আল-বালাদএর বরাতে জানা যায়, গত ১৫ বছর ধরে অবিচল অধ্যবসায় ও নিয়মিত শিক্ষার মাধ্যমে ফাতিমা আতিয়্যতো কোরআন হিফজ করে এখন পূর্ণাঙ্গ হাফেজে কোরআন হয়েছেন।
নিরক্ষরতা কাটিয়ে ওঠা এবং উচ্চ বয়সের বাধা অতিক্রম করে তাঁর এই অর্জনকে স্থানীয়রা অসাধারণ দৃষ্টান্তহিসেবে প্রশংসা করেছেন।

ক্বেনা শহরের আজিয়াল আল-মুস্তাকবলসমিতি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর এই সাফল্য ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেই শিক্ষক ও সহযোগীরা যারা দীর্ঘদিন ধরে তাঁর কোরআন শিক্ষার যাত্রায় পাশে ছিলেন।
ফাতিমা আতিয়্যতো এবং তাঁর প্রশিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই অর্জন প্রমাণ করে যে— “যতক্ষণ ইচ্ছাশক্তি ও চেষ্টা থাকে, বয়স কখনও জ্ঞানার্জনের পথে বাধা হয়ে দাঁড়ায় না।

সমিতির প্রশাসনিক পরিষদের সভাপতি আহমদ আবদুল কাদের জানান: ফাতিমা আতিয়্যতো আগে পড়তে বা লিখতে জানতেন না, সমিতির নিরক্ষরতা দূরীকরণ ক্লাসে যোগ দিয়ে প্রাথমিক পড়ালেখা শেখেন এবং এরপর কোরআন হিফজের ক্লাস এবং তাজবীদ শেখার কোর্সে অংশ নেন

১৫ বছরের এই যাত্রায় একাধিক দক্ষ শিক্ষক তাঁকে কোরআন শিক্ষা দেন, যাদের মধ্যে ছিলেনশাইখ ইসমাইল মুহাম্মদ, শায়মা রজব এবং ফাতিমা মাহমুদ

তাঁদের সম্মান জানাতে ১৭০ জনেরও বেশি নারী ও কন্যাশিশুর অংশগ্রহণে এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। 4317667#

 

captcha