IQNA

রাশিয়ার কাবারদিনো-বালকারিয়ায় আন্তর্জাতিক নৈতিকতা সম্মেলনের সমাপ্তি

বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে নৈতিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বারোপ

14:05 - October 16, 2025
সংবাদ: 3478259
ইকনা- রাশিয়ার প্রজাতন্ত্র কাবারদিনো-বালকারিয়ার রাজধানী নালচিক শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন “বৈশ্বিক চ্যালেঞ্জের যুগে নৈতিক মূল্যবোধ সংরক্ষণ” আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।
এই সম্মেলনে রাশিয়া ও বিভিন্ন দেশের ধর্মীয় ও একাডেমিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি আয়োজন করে কাবারদিনো-বালকারিয়া মুসলমানদের ধর্মীয় বিষয়ক দপ্তর, যা ইসলামি সংস্কৃতি, বিজ্ঞান ও শিক্ষা সহায়তা ফাউন্ডেশন-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্দেশ্য ছিল আধুনিক চিন্তাগত চ্যালেঞ্জের মুখে ইসলামি নৈতিক মূল্যবোধ সংরক্ষণে কার্যকর উপায় অনুসন্ধান।
সম্মেলনে ২০০-রও বেশি অংশগ্রহণকারী, যার মধ্যে ইসলামি সংগঠন, সরকারি সংস্থা ও শরিয়ত বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। তাঁরা আলোচনা করেন কীভাবে সমাজের নৈতিক ভিত্তিকে দুর্বল করার প্রচেষ্টা মোকাবিলা করা যায়।
বক্তারা জোর দিয়ে বলেন, ইসলামি ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ — বিশেষ করে ন্যায়বিচার, দয়া, সততা এবং প্রতিবেশীর প্রতি সহানুভূতির মতো নৈতিক গুণাবলি সমাজে প্রতিষ্ঠা করতে হবে, যা মানব সভ্যতার ঐক্য ও স্থিতিশীলতা রক্ষার মূল ভিত্তি।
এছাড়া, সম্মেলনে ধর্মীয় ও সংস্কৃতিগত সহযোগিতার সফল অভিজ্ঞতাগুলো তুলে ধরা হয় এবং ইসলামি শিক্ষা উন্নয়ন ও নৈতিকতা বিষয়ক একাডেমিক গবেষণাকে জোরদার করার আহ্বান জানানো হয়।
সম্মেলনের শেষে একটি ঘোষণাপত্র গৃহীত হয়, যাতে রাশিয়ার সরকারি ও ইসলামি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়: ইসলামি ঐতিহ্য বিষয়ক গবেষণা প্রকল্প গ্রহণ, ইসলামি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, এবং সাংস্কৃতিক ও দাওয়াতি (ধর্মপ্রচারমূলক) ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর জন্য।
আয়োজকরা সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে বলেন, নৈতিক মূল্যবোধ মানবজাতির মধ্যে সংযোগের সেতুবন্ধন, আর তা সংরক্ষণ করা একটি সমষ্টিগত দায়িত্ব, যা বিজ্ঞজন ও চিন্তাবিদদের আন্তরিক সহযোগিতা ছাড়া সম্ভব নয়। 4311008#
 
captcha