
আল-আলম নিউজের বরাতে ইকনা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েকটি বিমানবন্দরের ঘোষণাব্যবস্থা (PA System) হ্যাক করে বিদেশি ভাষায় বার্তা ও সংগীত সম্প্রচার করা হয়।
কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশ (RCMP) জানিয়েছে, ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা আন্তর্জাতিক বিমানবন্দরের ঘোষণাব্যবস্থা সাময়িকভাবে হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায় এবং সেখানে “অননুমোদিত বার্তা” সম্প্রচারিত হয়।
এছাড়া ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমানবন্দরেও হ্যাকাররা একটি তৃতীয় পক্ষের সফটওয়্যারের মাধ্যমে ঘোষণাব্যবস্থায় অনুপ্রবেশ করে বিদেশি ভাষায় বার্তা প্রচার করে। বিমানবন্দরটির মুখপাত্র জানান, হামলার উৎস শনাক্তের পর অভ্যন্তরীণ সাউন্ড সিস্টেম চালু করে পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়।
তিনি আরও বলেন, কানাডিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার এবং ফেডারেল পুলিশ এ ঘটনার তদন্ত করছে।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের হ্যারিসবার্গ আন্তর্জাতিক বিমানবন্দরেও অনুরূপ এক সাইবার হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে এই হামলার তদন্ত করছে। 4311182#