
কোরআন মাজীদ, সূরা আল-বাকারা, আয়াত ২৮০: «وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَىٰ مَيْسَرَةٍ ۚ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ ۖ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ»
বাংলা অনুবাদ: «আর যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয়, তাহলে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত অবকাশ দাও। আর যদি তোমরা (পুরো ঋণ বা তার কিছু অংশ) দান করে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম—যদি তোমরা জানতে!»
আজকের পবিত্র আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের শিক্ষা দিচ্ছেন যে, যে ঋণগ্রহীতা সত্যিই দারিদ্র্য ও অক্ষমতার মধ্যে পড়েছে, তার প্রতি সদয় হতে হবে। প্রথমে তাকে সচ্ছল হওয়ার জন্য সময় দেওয়া ফরজ। কিন্তু তার চেয়েও বড় সওয়াবের কাজ হলো—যদি পাওনাদার আন্তরিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ মওকুফ করে দেয় বা তার কিছু অংশ ছেড়ে দেয়।
তাফসীরকারগণ বলেন, এ আয়াত ইসলামের অত্যন্ত সুন্দর একটি শিক্ষা—যেখানে দয়া, উদারতা ও মানবতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ঋণের চাপে জর্জরিত মানুষের বোঝা হালকা করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল।