
রোববার বিকেলে দক্ষিণ ফ্রান্সের লে পুই-অঁ-ভেলে (Le Puy-en-Velay) শহরের ‘মসজিদ আর-রহমা’য় অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা হামলা চালায়। হামলাকারীরা মসজিদের ভেতরে প্রবেশ করে একাধিক কুরআন শরীফ ছিঁড়ে ফেলে, মাইক্রোফোন ভাঙচুর করে এবং অন্যান্য ক্ষয়ক্ষতি করে। সৌভাগ্যবশত কোনো মুসল্লি আহত হননি।
মসজিদের ইমাম সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে এই ঘটনার কথা জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আঙুলের ছাপ সংগ্রহ করেছে এবং নিরাপত্তা ক্যামেরার হার্ডডিস্ক পরীক্ষা করছে।
একই দিন আরেকটি পৃথক ঘটনায় মন্ট্রিয়ল-লা-ক্লুজ (Montreuil-la-Cluse) শহরের একটি মসজিদ ও তুর্কি-ইসলামিক ধর্মীয় সংগঠন দিতিব (DITIB)-এর কেন্দ্রের ডাকবাক্সে গুলি পাওয়া গেছে।
ফ্রান্সের মুসলিম কাউন্সিল (CFCM) এই হামলাকে “গুরুতর ইসলামবিদ্বেষী আক্রমণ” আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের ঘটনাকে হালকাভাবে নেওয়া যায় না। তারা সতর্ক করে বলেছে, সাম্প্রতিক সময়ে মুসলমানদের লক্ষ্য করে প্রকাশিত পক্ষপাতমূলক জরিপ, প্রতিবেদন ও প্রস্তাব এ ধরনের হামলার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর আইএফওপি (Ifop) জরিপে “ফ্রান্সের মুসলমানদের ইসলাম ও ইসলামপন্থার সঙ্গে সম্পর্ক” শীর্ষক একটি বিতর্কিত জরিপ প্রকাশিত হয়, যা মুসলিমবিদ্বেষ ছড়ানোর অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছে। এই হামলাগুলো তার পরই সংঘটিত হয়।
এদিকে, লে পুই শহরের বিরোধী দলীয় কাউন্সিল সদস্য ফাবিয়াঁ সোরেল সোমবার সন্ধ্যা ৬টায় প্রিফেকচারের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন এবং পৌরসভার কাছে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 4320275#