IQNA

ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থায় বিস্ফোরণের পর ট্রেনগুলোর স্থগিতকরণ

10:33 - December 03, 2025
সংবাদ: 3478537
ইকনা- ৩ ডিসেম্বর ২০২৫ দখলকৃত ফিলিস্তিনের নতানিয়া এবং হার্জলিয়া অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ট্রান্সফরমেটর বিস্ফোরণের ফলে বিদ্যুৎ সংক্রান্ত ত্রুটির কারণে আজ সকালে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

প্যালেস্টাইন ইনফরমেশন সেন্টারের উদ্ধৃতি দিয়ে ইকনা রিপোর্ট করেছে, সিয়োনবাদী শাসনের গণমাধ্যমগুলো দাবি করেছে যে, উল্লিখিত দখলকৃত শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামোতে ত্রুটি এবং ব্যাঘাতের ফলে এই ট্রেন স্থগিতকরণ ঘটেছে।

প্রত্যয়কারীদের মতে, উচ্চ ভোল্টেজের ত্রুটির কারণে প্রথমে কয়েকটি ট্রান্সফরমেটর বিস্ফোরিত হয় এবং তারপরেই এই অঞ্চল ঘণ্টার পর ঘণ্টা বিস্তৃত বিদ্যুৎ বিচ্ছিন্নতার সম্মুখীন হয়।

এই ঘটনা দুই অঞ্চলের সিয়োনবাদী বাসিন্দাদের মধ্যে ভয় এবং আতঙ্কের সৃষ্টি করে।

একজন সাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন: «বিস্ফোরণগুলো এত তীব্র ছিল যে সবাই মনে করল মিসাইল হামলা হয়েছে। সত্যিই ভয়ঙ্কর; আমরা যেন প্রাগৈতিহাসিক দেশগুলোর মতো জীবন যাপন করছি! বিদ্যুৎ কোম্পানি কেন এর কারণ সম্পর্কে উত্তর দিতে পারছেন না

এই ঘটনা ইসরায়েল রেলওয়েজের ইলেকট্রিফিকেশন অবকাঠামোর দীর্ঘদিনের অবহেলার প্রেক্ষাপটে ঘটেছে, যা সাম্প্রতিক সময়ে একাধিক ত্রুটির কারণ হয়ে দাঁড়িয়েছে। 4320405#

captcha