IQNA

ইংরেজ গায়ক ‘জিন্দাবাদ ইন্তিফাদা’ স্লোগান নিয়ে স্টেজে

13:38 - December 04, 2025
সংবাদ: 3478545
ইকনা-  ইংল্যান্ডের প্রখ্যাত পাঙ্ক-র্যাপ গ্রুপ বব ভাইলানের (Bob Vylan) লিড সিঙ্গার ববি ভাইলান গ্লাস্টনবুরি ফেস্টিভ্যালে ‘ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যু হোক’ স্লোগান দিয়ে আলোচিত হয়েছিলেন। তিনি মঙ্গলবার রাতে ব্রাসেলসে একটি জনপ্রিয় কনসার্টে অংশ নেন, যা দর্শকদের ব্যাপক সমর্থন পায়।

ফিলিস্তিন তথ্য কেন্দ্রের বরাতে ইকনা নিউজ এজেন্সি জানিয়েছে, উপনিবেশবাদ ও বৈষম্যবিরোধী শিল্পী হিসেবে পরিচিত ভাইলান মঙ্গলবারের কনসার্টে তাঁর রাজনৈতিক ও প্রতিবাদমূলক গানগুলো উপস্থাপন করেন। পূর্ণাঙ্গ হলের দর্শকরা তাঁর সঙ্গে সুর মিলিয়ে গান গেয়ে উঠেছিলেন।

এই অনুষ্ঠানে তিনি জিন্দাবাদ ইন্তিফাদা’ (Long Live the Intifada) স্লোগান এবং সামিদুন’ (Samidoun – অভিযুক্ত দাসীদের রক্ষাকারী নেটওয়ার্কের লোগো) চিহ্নযুক্ত শার্ট পরে স্টেজে উপস্থিত হন। এই পোশাকের মাধ্যমে তিনি ফিলিস্তিন জাতির প্রতি সমর্থন এবং সিয়োনিস্ট শাসনের কারাগারে বন্দীদের প্রতিরোধের প্রতি স্পষ্ট রাজনৈতিক বার্তা দেন। দর্শকরা এই পদক্ষেপকে ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি তাঁর নৈতিক ও শৈল্পিক প্রতিশ্রুতির পুনরাবৃত্তি বলে বর্ণনা করেছেন।

আগে গ্লাস্টনবুরিতে ইসরায়েলি দখলদার সেনাবাহিনির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় তাঁদের গ্রুপের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়। এরপরও ব্রাসেলস কনসার্টে ভাইলান ফিলিস্তিনের প্রতি সংহতির বার্তা পুনরাবৃত্তি করেন এবং জোর দেন যে, শিল্প মানুষের দখল ও অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ। 4320753#

 

captcha