তেহরান (ইকনা): ভারতের সুপ্রিম কোর্টের রায় অনুসারে বাবরি মসজিদের বদলে আযোধ্যায় প্রস্তাবিত মসজিদ প্রকল্পের নির্মাণকাজ ২০২৩ সালের  ডিসেম্বরে  শেষ হতে পারে। রবিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য জানান ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্টের সেক্রেটারি আতহার হুসেন।
                সংবাদ: 3472824               প্রকাশের তারিখ            : 2022/11/15