তেহরান (ইকনা): মিয়ানমারের  সামরিক সরকার  ছয় হাজার বন্দিকে মুক্তি দেবে। তাদের মধ্যে আছেন যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত, একজন জাপানি চলচ্চিত্র নির্মাতা, অস্ট্রেলিয়ার অর্থনীতিবিদ এবং অং সান সু চির সাবেক উপদেষ্টাও। আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি ও রয়টার্স।
                সংবাদ: 3472833               প্রকাশের তারিখ            : 2022/11/17