তেহরান (ইকনা): আমিরুল মুমিনিন হযরত আলী (আ.) ও নবীনন্দিনী হযরত ফাতিমা (সা.)'র কন্যা হযরত যাইনাব (সা.) ইসলামের ইতিহাসে যে গৌরবময় অবদান রেখেছেন। কারবালার মহাবিপ্লবে তার অন্যতম অবদান রয়েছে। এছাড়াও তিনি তাঁর নানা উম্মতের জন্য এমন কিছু আমল রেখে গিয়েছেন, যেগুলো মাধ্যমে উম্মতেরা আত্মশুদ্ধির করার মাধ্যমে নিজেদেরকে অপবিত্রতা থেকে পবিত্রতার দিকে ধাবিত করতে পারবে।
সংবাদ: 3473080 প্রকাশের তারিখ : 2022/12/29