ঐতিহাসিক বর্ণনায় এসেছে, বদর যুদ্ধে মক্কার কাফেরদের শোচনীয় পরাজয়ের পর উমাইর বিন ওহাব এবং সাফওয়ান বিন উমাইয়া কাবাঘরের পাশে বসে আলাপ করছিল। মদীনায় হিজরত করার আগে উমাইর বিশ্বনবী (সা.) ও তাঁর সাহাবীদের অনেক কষ্ট দিয়েছিল। বদর যুদ্ধে তার ছেলে মুসলিম বাহিনীর হাতে বন্দি হয়। সাফওয়ানের সঙ্গে আলাপের সময় উমাইর বদর যুদ্ধে নিহতদের প্রসঙ্গ তোলে। সাফওয়ান বলে: খোদার কসম! বদরে নিহতদের হারিয়ে আমাদের জীবন সত্যিই অচল হয়ে পড়েছে।
সংবাদ: 2603178 প্রকাশের তারিখ : 2017/05/30