জনসংখ্যার দিক থেকে মিয়ানমার বা বার্মার সবচেয়ে বড় জনগোষ্ঠী হলো বার্মিজ; অনেকে এদেরকে বামার বা বর্মি বা বর্মা নও বলে থাকে, এরা মোট জনসংখ্যার প্রায় ৬০ ভাগ। ব্রিটিশ আমলেরও আগে থেকেই বার্মার সবচেয়ে বড় জনগোষ্ঠী বামার; এরাই নিজ জনগোষ্ঠীর নামে দেশের নাম রেখেছিল বার্মা।
সংবাদ: 2604032 প্রকাশের তারিখ : 2017/10/10