তেহরানের জুমার খতিব;
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোয়াহ্হেদি কেরমানি বলেন: ট্রাম্পের কর্মের জন্য তার পতন হচ্ছে। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে ট্রাম্প মহান আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। আল-কুদসের মালিক মহান আল্লাহ। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে বলবো, "তুমি অব্রাহাম এবং ইয়াজিদের শেষ পরিণতির কথা স্মরণ কর"।
সংবাদ: 2604678 প্রকাশের তারিখ : 2017/12/29