তেহরান (ইনকা): মদীনার ইসলামের আলো ছড়িয়ে পড়েছে ধীরে ধীরে। মূর্তিপূজার অন্ধকার কেটে গেছে অনেকটাই। শিশিরস্নাত ভোরের মতো পবিত্র হয়ে উঠছে সবাই। তবে কেউ কেউ এখনো রয়ে গেছে অজ্ঞতার আঁধারে। এখনো মূর্তির উপাসনা করছে অন্ধের মতোন। আমর ইবনে জামূহ ছিল এমনই একজন।
সংবাদ: 2611919 প্রকাশের তারিখ : 2020/12/06