আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ২৭শে জুন পবিত্র শাবে কদর ের আমলের অনুষ্ঠানে আত্মঘাতী হামলার চেষ্টা চালিয়েছিল সন্ত্রাসী। আত্মঘাতী হামলার বিষয়ে নাইজেরিয়ায় "মাইদুগুরি" এলাকার স্থানীয় মুসলমান এবং নিরাপত্তা বাহিনী অবগত হলে, সন্ত্রাসীরা এই হামলা চালাতে ব্যর্থ হয়।
সংবাদ: 2601074 প্রকাশের তারিখ : 2016/06/27