তেহরান (ইকনা): ইরানের ব্যাংক মেল্লীর সাবেক ম্যানেজিং ডিরেক্টর মাহমূদ রেযা খভারী ৩০০০ বিলিয়ন তূমান আত্মসাতে অংশগ্রহণ ও ইরানের অর্থনৈতিক ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির জন্য ২০ বছর এবং উৎকোচ ও ঘুষ নেওয়ার জন্য আরো ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পর ২০১১ সালে কানাডায় পালিয়ে যায়। উল্লেখ্য যে ২০০৫ সালে সে ( মাহমূদ রেযা খভারী) কানাডার নাগরিকত্ব লাভ করে এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সে ২০০৯ সালে ব্যাংকের দায়িত্ব ও চাকরি থেকে অবসর গ্রহণ করে।
সংবাদ: 3471920 প্রকাশের তারিখ : 2022/05/29