দৈনিক ‘আন-নাহারুল জাদিদে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সামাজিক যোগাযোগের ওয়েব সাইট টুইটারে এ বিবৃতি দিয়ে হেরমেল শহরে গাড়ী বোমা বিস্ফোরণের দায়িত্ব স্বীকার করেছে জিবহাতুন নুসরা।
সন্ত্রাসী এ দল দাবী করেছে : সিরিয়ায় হিজবুল্লাহ’র হস্তক্ষেপের কারণে দলের জনৈক সদস্য এ হামলা চালিয়েছে!
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে ‘জিবহাতুন নুসরা লুবনান (লেবানন)’ নামটি প্রকাশ করছে লেবানন গণমাধ্যম। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে স্পষ্ট হয়েছে সিরিয়ায় তত্পর জিবহাতুন নুসরা’র সাথে সম্পর্ক রয়েছে দলটির।
উল্লেখ্য, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণার ভিত্তিতে গত ১৬ই জানুয়ারী সিরিয়া সীমান্তের কাছাকাছি হেরমেল শহরে এ বোমা বিস্ফোরণে ৪ ব্যক্তি নিহত এবং ৪৭ জন আহত হয়।#1359878