IQNA

তাতারেস্তানে শিশুদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

14:38 - August 31, 2014
সংবাদ: 1445039
আন্তর্জাতিক বিভাগ: তাতারেস্তানের রাজধানী কাজানে, প্রাথমিক স্কুলের ছাত্রদের জন্য কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

Islam.ru ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা গত সপ্তাহে দুই দিন ব্যাপী প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার শেষে বিচারক মণ্ডলী কর্তৃক শ্রেষ্ঠ ক্বারিদের নির্বাচিত করে তাদেরকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
উক্ত কুরআন প্রতিযোগিতা কাজানের কুরআন স্টাডিজ কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতার আয়োজক কমিটি জানিয়েছে: উক্ত প্রতিযোগিতার প্রধান উদ্দেশ হচ্ছে তাতারেস্তানের শিশুদেরকে পবিত্র কুরআনের সাথে অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি এবং তাদেরকে কুরআন শিক্ষার প্রতি উৎসাহিত করা।
স্বাশাসিত প্রজাতন্ত্রগুলির মধ্যে তাতারেস্তান একটি স্বশাসিত প্রজাতন্ত্র। তাতারেস্তানে মোট চল্লিশলক্ষ অধিবাসী রয়েছে এবং এর মধ্যে আধিকাংশই মুসলিম অধিবাসী।
1444112

captcha