কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইহুদিবাদী ইসরায়েলি সামরিক বাহিনীর সহযোগিতায় ঔপনিবেশিকরা হযরত ইউসুফ (আ.)এর পবিত্র মাযারে ২০শে নভেম্বর সকালে এ হামলা চালায়।
এছাড়াও যায়নবাদীদের নতুন সামরিক বাহিনী সদস্যগণ হযরত ইউসুফ (আ.)এর মাযারের প্রবেশ পথে চেকপয়েন্ট স্থাপন করার চেষ্টা করেছে। যাতেকরে নিরাপদ ভাবে ঔপনিবেশিকরা হযরত ইউসুফ (আ.) এর মাযরে প্রবেশ করতে পারে।
হযরত ইউসুফ (আ.)এর মাযারে যায়নবাদীদের হামলার প্রতিবাদে ফিলিস্তিনি যুবকরা রাস্তায় নেমে আসলে ইহুদিদের সামরিক বাহিনীর সাথে ফিলিস্তিনি যুবদের সংঘর্ষ হয়।
1475498