IQNA

তেহরানে ২২ তম আন্তর্জাতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু

10:07 - March 17, 2009
সংবাদ: 1756856
মুসলমানদের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলার করার উপায় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে ইরানের রাজধানী তেহরানে শুক্রবার থেকে তিনদিনব্যাপী আন্তর্জঅতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু হয়েছে।
ইরানের কুরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ইসলামী দেশগুলোর বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের উপস্থিতিতে ইরানের রাজধানী তেহরানে শুক্রবার থেকে তিনদিনব্যাপী আন্তর্জঅতিক ইসলামী ঐক্য সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের উদ্বোধনী ভাষণে ইসলামী মাজহাবগুলোর সমন্বয় পরিষদের মহাসচিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী তাসখিরি বলেন পশ্চিমারা বহুকাল ধরে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । তাই এই ষড়যন্ত্র মোকাবেলায় ও নিজেদের সম্মান অটুট রাখার স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে ।আর মুসলমানদের মধ্যকার ঐক্যের প্রয়োজনীতার উপলব্ধি থেকেই ইসলামী মাজহাবগুলোর সমন্বয় পরিষদের উদ্যোগে প্রতিবছর এধরনের আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়ে থাকে। তিনি গুরুত্বারোপ করে বলেন, এবারের সম্মেলনে মুসলমানদের জন্য হুমকি সৃষ্টিকারী গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলো মোকাবিলার করার উপায় নিয়ে আলোচনা করা হবে ।# 377415
captcha