ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: রাশিয়ান তথ্য কাউন্সিল ২৫শে এপ্রিল জানিয়েছে, ১০ই জুনে, বিশেষ ডিজাইনের সমন্বয়ে ইসলামী পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হবে এবং এই প্রদর্শনীতে নতুন ডিজাইনের পোশাক, যেগুলো মুসলমানদের জন্য ডিজাইন করা হয়েছে এদেশের জনসাধারণের সম্মুখে প্রদর্শিত হবে।
প্রতিবেদন অনুযায়ী, এ প্রদর্শনীর প্রধান উদ্দেশ্য এদেশের মানুষের সঙ্গে ইসলামী পোশাকের সঙ্গে বেশী করে পরিচিত করা।
উল্লেখ্য যে, মস্কে আন্তর্জাতিক হালাল পণ্য প্রদর্শনীর (Moscow Halal Expo 2012) উপান্তে এই পোশাক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
994532#