IQNA

‘ইসলাম ও কাবা’ বই প্রকাশিত

21:05 - May 29, 2012
সংবাদ: 2337249
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান ‘IUniverse’ প্রকাশনার কর্তৃক ‘ইসলাম ও কাবা’ বই প্রকাশিত হয়েছে।
‘PRWeb’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মদিনায় বসবাস কৃত মুসলিম লেখক ‘ফারুকুল হোসেইনি’র লিখিত এই বইটিতে, ইসলাম প্রদর্শক এবং পবিত্র কোরআনে হযরত ইব্রাহিম (আ.) কাহিনী উল্লেখ করা হয়েছে।
এই জন মুসলিম ব্যক্তির ইসলাম সম্পর্কে যে বিষয়গুলো জানা প্রয়োজন ফারুকুল হোসেইনি, ‘ইসলাম ও কাবা’ বইটিতে সেই বিষয়গুলো উল্লেখ করেছে।
এই বইটি প্রধানত দুই শ্রেণী লোকের জন্য লেখা হয়েছে। যেসকল মুসলমানদের ইসলাম ধর্ম সম্পর্কে পূর্ণ ধারণা নাই এবং ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জনের জন্য যেসকল অমুসলিম গবেষণা করে।
1014195#
captcha