IQNA

পাকিস্তানে ‘মসজিদের বার্তা’ শীর্ষক পত্রিকার নতুন সংখ্যা প্রকাশিত

0:01 - July 16, 2012
সংবাদ: 2369274
সাংস্কৃতিক বিভাগ : ‘মসজিদের বার্তা’ পত্রিকার ৩৮তম সংখ্যা শাবান ও রমজানের বিশেষ লেখা নিয়ে উর্দু ভাষায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল শনিবার ১৪ই জুলাই প্রকাশিত ‘মসজিদের বার্তা’ পত্রিকার এবারের সংখ্যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ লেখা স্থান পেয়েছে।
এ পত্রিকায় প্রকাশিত সকল লেখাসমূহ পাকিস্তান ও ভারতের মুসলিম গবেষকদের কর্তৃক রচিত।
উল্লেখ্য, দ্বিমাসিক এ পত্রিকা, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মুহাম্মাদ আব্বাস হাশেমী’র তত্ত্বাবধানে প্রকাশিত হয়।#1053524
captcha