সাংস্কৃতিক বিভাগ : মাহদাভিয়্যাত ও ইমাম মাহদী (আ. ফা.) এর অপেক্ষায়রতদের কর্তব্য শীর্ষক আলোচনা সভা, এদেশের নাহজাতে জাফারী শিয়া সংস্থার উদ্যোগে, পাঞ্জাব প্রদেশের সিয়ালকোট শহরে অনুষ্ঠিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মাহদাভিয়্যাত ও ইমাম মাহদী (আ. ফা.) এর অপেক্ষায়রতদের কর্তব্য শীর্ষক আলোচনা সভা, এদেশের ধর্মীয় আলেমদের উপস্থিতিতে গত শুক্রবার হতে রবিবার নাগাদ অনুষ্ঠিত হয়।
এতে প্রতিক্ষার দর্শন, অপেক্ষায়রতদের কর্তব্য, ইমাম মাহদী (আ. ফা.) এর বিশ্বজনীন শাসন ইত্যাদি বিষয়ের প্রতি আলোকপাত করে বক্তাগণ বক্তব্য রাখেন।
এতে শিয়াল কোট শহরের বিপুল সংখ্যক শিয়া মুসলিম উপস্থিত ছিলেন।#1067088