বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ১ম ইমাম হযরত আলী (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সকল অনুষ্ঠান গতরাতে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে আহলে বাইত (আ.) এর ভক্তদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া আজও বিভিন্ন এলাকায় পবিত্র এ দিবস উপলক্ষে শোকসভা ও শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ খুলনা, চট্টগ্রাম, যশোর, সিলেট, বগুড়া, দিনাজপুর, সৈয়দপুর ও সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে গতরাতে (৯ই আগস্ট) বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়। মার্সিয়া পাঠ, বক্তৃতা, মাতমদারী ও আপ্যায়ন ইত্যাদি কর্মসূচী’র মধ্য দিয়ে এ সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এদিকে বন্দর নগরী খুলনায় গতরাতে আয়োজিত অনুষ্ঠান জামাতের সাথে মাগরিব ও এশার নামায আদায়ের মাধ্যমে শুরু হয় এরপর ইফাতারীর কার্যক্রম শেষে শোক মজলিশ শুরু হয়। শোক মজলিশে মার্সিয়া পরিবেশন করেন বিশিষ্ট কবি হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাবের রেজা এবং এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। মজলিশ শেষে খুলনাস্থ ইমামবাড়ী হতে একটি শোক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উক্ত ইমাম বাড়ীতে এসে শেষ হয়।
উল্লেখ্য, আজ সকালে যশোর জেলার শার্শা থানার শিয়া জামে মসজিদ হযরত যায়নাব (স.) নারী সংগঠনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া বগুড়া শহরে বাদ জুমআ এক আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।#