IQNA

উত্তর আফ্রিকায়, মুসলমানদের মধ্যে ধর্মীয় সামগ্রী বিতরণ

20:43 - September 13, 2012
সংবাদ: 2410738
সামাজিক বিভাগ: উত্তর আফ্রিকার দারুল হাসান ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে মুসলমানদের মধ্যে বিনামূল্যে ধর্মীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
আফ্রিকান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই সপ্তাহের বিভিন্ন দিনে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দারুল হাসান ইসলামিক কেন্দ্রে মুসলমানদের মধ্যে বিনামূল্যে জায়নামাজ বিতরণ করা হয়েছে।
এছাড়াও ধর্মীয় সামগ্রী সীমিত থাকার কারণে দারুল হাসান ইসলামিক কেন্দ্রের কর্তৃপক্ষ দূরবর্তী মুসলমানদেরকে মোবাইলে যোগাযোগ করে, এসকল সামগ্রী সংগ্রহ করার আহবান জানিয়েছে।
উল্লেখ্য যে, উক্ত জায়নামাজ হালকা, বহনযোগ্যতা এবং যেকোনো জায়গায় নামাজের জন্য ব্যবহার করা ছাড়াও অন্যান্য সন্তোষজনক বৈশিষ্ট্য রয়েছে।
1091367#
captcha