IQNA

মালিকে আশতারের প্রতি হযরত আলী (আ.) এর পত্র কাযাখ ভাষায় অনূদিত

17:28 - September 29, 2012
সংবাদ: 2422287
সাংস্কৃতিক বিভাগ : সেনাপতি মালিকে আশতারের প্রতি হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর ঐতিহাসিক চিঠি, কাযাকিস্তানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কাযাখ ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কাযাকিস্তানে অবস্থিত ইসলামি ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এবং ইসলামি শিক্ষা প্রসার বিষয়ক এক কেন্দ্রের সহযোগিতায় মালিকে আশতার নাখায়ী’র প্রতি হযরত আমিরুল মু’মিনীন (আ.) এর চিঠি কাযাখ ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে।
উক্ত চিঠির অনুবাদ ও ব্যাখ্যা ১০৬ পৃষ্ঠায় প্রকাশিত হয়েছে।
বলাবাহুল্য, ঐ চিঠি ছাড়াও চৌদ্দ মাসুম (আ.) এর জীবনী এবং অন্যান্য ইসলামি গ্রন্থ অনুবাদ ও প্রকাশের কর্মসূচী গ্রহণ করেছে ইরানি সংস্কৃতিক কেন্দ্র।# 1109625
captcha