IQNA

মার্কিন যুক্তরাষ্ট্রে অনলাইন সেমিনার; ‘কিভাবে হজ্ব থেকে সুবিধা ভোগ করতে পারি’

20:04 - September 29, 2012
সংবাদ: 2422342
সামাজিক বিভাগ: আমেরিকান মুসলিম সংস্থার পক্ষ থেকে ২৯শে সেপ্টেম্বর, ‘কিভাবে হজ্ব থেকে সুবিধা ভোগ করতে পারি’ নামক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান মুসলিম সংস্থা ২৭শে সেপ্টেম্বর একটি বিবৃতিতে জানিয়েছে, উক্ত সেমিনার স্থানীয় সময় ১১টা থেকে ১২ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং সকল আগ্রহী ব্যক্তিমণ্ডলী এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবেন।
উত্তর আমেরিকার ধর্মীয় পরিষদের প্রধান এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ‘মোজাম্মেল ছিদ্দিক’ হজ্ব বিষয়ে মূল্যবান বক্তৃতা প্রদান করেছেন।
1106875
captcha