IQNA

কাযাখস্তানের প্রথম ধর্ম পরিচিতি বিষয়ক স্ট্যাডি সেন্টারের উদ্বোধন

21:37 - September 30, 2012
সংবাদ: 2423152
সাংস্কৃতিক বিভাগ : পূর্ব কাযাখস্তান প্রদেশের ‘উস্কামান’ শহরে অবস্থিত ‘এস আমাঞ্জুল আভা’ বিশ্ববিদ্যালয়ে ধর্ম পরিচিতি বিষয়ক প্রথম স্ট্যাডি ও রিসার্চ সেন্টারের উদ্বোধন হয়েছে।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দেশের ধর্ম বিষয়ক সংস্থা গত বৃহস্পতিবার (২৭শে সেপ্টেম্বর) বিভিন্ন ধর্ম ও মাযহাবের মাঝে সমন্বয় ও সমঝোতা সৃষ্টি এবং ইসলাম ভিত্তিক গবেষণার উদ্দেশ্যে এ কেন্দ্রের উদ্বোধন করেছে।
ইসলামি ও কোরআন শিক্ষার সম্মুখে বিদ্যমান বাধাসমূহ অপসারণ এবং মুসলমানদেরকে শিক্ষা দানের ক্ষেত্রে যথাযথ সুযোগ প্রদান ইত্যাদি এ কেন্দ্র উদ্বোধনের অন্যতম উদ্দেশ্য।#1110021
captcha